আমাদের বাড়ী ঘুরে আসার পর আপনাদের কেমন লাগে
বোলপুর বা শান্তিনিকেতন-এ ঘুরতে এসে ” আমাদের বাড়ি”-তে থাকলে আপনাদের অবশ্যই ভালো লাগবে
কারণ আমরা যে আপ্যায়ন এবং পরিবেশন দিয়ে থাকি সেটা খুব কম HOMESTAY দিয়ে থাকে
যারা বোলপুর বা শান্তিনিকেতন-এ ঘুরতে এসে ” আমাদের বাড়ি”-তে থেকেছেন তারা একটু জানাবেন কেমন লাগলো আমাদের পরিসেবা
শান্তিনিকেতনের নানা প্রান্তে নানা সময়ে থেকেছি।
কখনও বুটিকের কাজে, কখনও থিয়েটারের কাজে আবার কখনও শুধুই ‘ ইচ্ছে’ কে প্রশ্রয় দিয়ে।
গত 2রা অক্টোবর Madhyamgram Nrityabitan এর বার্ষিক উৎসব ‘প্রতিকৃতি’র পর বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম।
বুঝতে পারছিলাম ‘শান্তিনি’ ডাকছে।
এবার ছিলাম বোলপুর শহর কিছুটা দূরে , আবার দূরে বললেও ভুল হবে , গোয়ালপাড়া কোপাই নদীর কাছে , নির্জন এক আস্তানায়।
বন্ধুর বাড়ি, “আমাদের বাড়ি”তে।
দুটো দিন শুধু নিজের সাথে কাটানোর লোভ যাদের আছে, তাদের চুপিচুপি বলি, এ বাড়ি খঞ্জনপুরে। গোয়ালপাড়ার দিকে,কোপাই ব্রিজ পেরিয়েই বাঁ দিকের রাস্তা ধরে চলে যেতে হবে। খানিকটা এগোলেই এই আস্তানা।
সকালবেলায় দরজা খুললেই কেবল সবুজ আর সবুজ।
‘আমাদের বাড়ি’তে অতিথি হয়ে যাওয়ার ইচ্ছে থাকলে আগে থেকে জানাতে হবে।
যেহেতু এটা হোম স্টে, তাই এবাড়ির হেঁসেলেই আপনার তিনবেলার খাবার পেয়ে যাবেন।
আমি যেহেতু ‘ নির্জনতা ‘ পছন্দ করি, নির্জনে নিজের সাথে বন্ধুত্ব গাঢ় হয়, তাই এই প্রাইভেসি টা আমায় আকর্ষণ করে।
“আমাদের বাড়ি’র সবচেয়ে বড় ইউ এস পি হোলো এই নির্জনতা।
বারান্দায় যত্নে পেতে রাখা চেয়ার টেবিলে বসে কফি খেতে খেতে বৃষ্টি দেখার জন্য আমি এখানে আরও একশো বার যেতে পারি।
শান্তিনিকেতনের অফবিট সেরা ডেস্টিনেশন হলো “আমাদের বাড়ি”। একবার না গেলে এখানকার অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। আমি গত ৪.১০.২৪ গিয়েছিলাম । ঘরোয়া খাবার, চারিদিক সবুজ ঘেরা আধুনিক সুযোগ সুবিধা সহ এক অনন্য হোমস্টে। আবার যাবো। বারবার যাবো।